শিরোনাম

রামপালে মাটি খননে বেড়িয়ে আসছে বল্লাল সেনের রাজপ্রাসাদ

আলোকিত মুন্সীগঞ্জ রিপোর্ট:  প্রাচীন বাংলার রাজধানী  মুন্সীগঞ্জের  রামপালের বল্লাল বাড়ি গ্রামে মাটি খনন করে বেড়িয়ে আসছে রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদ । সোমবার   চীন ও বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের যৌথ উদ্যোগে বিক্রমপুর মুন্সীগঞ্জের বল্লাল বাড়িতে খনন কাজ শুরু হয়। এ সময় মাটি খুঁড়ে পাওয়া যায় ইট, ইটের টুকরো, মৃৎ পাথরের টুকরো ও কাঠ-কয়লা। সংশ্লিষ্টরা মনে করছেন এটি সেন বংশের রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদ।

বল্লাল বাড়ির খননের খবর পেয়ে জেলা প্রশাসক সায়লা ফারজানা খননস্থল পরিদর্শন করেন। পরিদর্শণে আসেন অগ্রসর বিক্রমপুরের কর্ণধার ড. নূহ-উল- আলম লেনিন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহম্মেদ, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল সহ বিশিষ্টজনরা।

বাংলাদেশের ঐতিহ্য অন্বেষণ এর নির্বাহী পরিচালক অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ধরণা করা হচ্ছে- বল্লাল বাড়িটিই রাজা বল্লাল সেনের রাজ প্রাসাদ ছিল। এই খননে সেই প্রাচীন নিদর্শন বেরিয়ে আসছে।

 

তিনি আরও বলেন, সেন বংশের রাজা বল্লাল সেন ছিলেন লক্ষণ সেনের বাবা। সেন বংশের রাজধানী ছিল বিক্রমপুর। খননের মধ্য দিয়ে সেন বংশের ইতিহাস ও তৎকালীন বাংলার রাজধানী বিক্রমপুরের ইতিহাস বৈজ্ঞানিক ভাবে বের হয়ে আসছে। যা বাংলাদেশ তথা মুন্সীগঞ্জ বিক্রমপুরের ইতিহাসের আরো সম্মৃদ্ধি ঘটাবে।

 

 

Be the first to comment on "রামপালে মাটি খননে বেড়িয়ে আসছে বল্লাল সেনের রাজপ্রাসাদ"

Leave a comment

Your email address will not be published.


*