মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জ ক্লাবের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ২৭০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছোট ছোট শিশুদের হাতে এ পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান,জেলা প্রাথমিক অফিসার তাপস কুমার অধিকারী, সমাজ সেবা উপ পরিচালক মো: মাইনউদ্দিন সরকার, দৈনিক সভ্যতার আলো সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। এতে মুন্সীগঞ্জ ক্লাবের সভাপতি একেএম নুরুউদ্দিন শুভ্রের সভাপতিত্ব করেন।
নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালীর সঞ্চালনায় এছাড়াও আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাধারন সম্পাদক মো: সিদ্দিকুর রহমান লিটন, মো: আব্দুর রব মুরাদ ও মো: শাহ আলম সহ অন্যান্যরা। পরে একই সংগঠন কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ব্যাডমিন্টন ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরুষ্কার তুলে দেয়া হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ২৭০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ"