শিরোনাম

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে এদের আটক করে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১১ জন, নয়জন মাদক কারবারী ও দুইজন মামলার আসামী রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলার সমষপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে অন্তর (২৪), শ্যামসিদ্ধি গ্রামের জাকির হোসেনের মেয়ে স্বপ্না (২৪), পশ্চিম দেউলভোগ গ্রামের মৃত মতলব বেপারির ছেলে কামাল (৩০), গাদিঘাট গ্রামের মৃত মরন ফকিরের ছেলে শাহজাহান (৫৫), ছয়গাও গ্রামের মৃত বিল্লাল শেখের ছেলে রাজন (৩১), উত্তরগাঁও গ্রামের তরুন সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার(৫৩), তন্তর গ্রামের মৃত সফি উদ্দিনের ছেলে শেখ কামাল (৩৫), খাহ্রা গ্রামের মৃত সরু খানের ছেলে মনজু (৫৩), পানিয়া গ্রামের মান্ননের ছেলে শরিফ (৩৪), কবুতর খোলা গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ (৪০), উত্তর বালাসুর গ্রামের আ: রাজ্জাকের ছেলে টিটু (৪০) ওয়ারেন্ট ভূক্ত আসামী।

এছাড়া ষোলঘর গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে এম ডি হোসেন (৪৫), পুর্ব হড়পাড়া গ্রামের রামচন্দ্র মন্ডলের ছেলে চয় চন্দ্র মন্ডল (৪৭), উত্তর রাঢ়ীখাল গ্রামের মৃত গোলাম নবীর ছেলে সানি (৪০), পাটাভোগ গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে টিংকু শেখ (৩৬) ও মনিন্দ্র মন্ডলের ছেলে তপন(২৭), পুর্ব বেজগাও গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে ইকবাল হোসেন (৩৮), দোগাছি গ্রামের মৃত আ: মান্নান মাদবরের ছেলে উজ্জল মাদবর (৩০), ভিম দাসের ছেলে কৃষ্ণ দাস (২৬), বিরতারা গ্রামের এমদাদের ছেলে ইব্রাহিম (২০) মাদক ব্যবসায়ীসহ অন্যান্য মামলায় ষোলঘর গ্রামের নয়ন ইসলামের ছেলে সায়মন (২৬), সুন্ধারদিয়া গ্রামের পরিমন সরকারের ছেলে মানিক সরকারকে (২৬) গ্রেফতার করে থানা পুলিশ।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী বলেন, ওয়ারেন্ট ভূক্ত গ্রেফতার আসামীদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও ধারালো অস্ত্রসহ আটককৃত অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

 

—– সভ্যতার আলো

 

Be the first to comment on "শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২"

Leave a comment

Your email address will not be published.


*