স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ : আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম একুল খান বাঘড়া ইউনিয়নের তিন স্থানে পৃথক ভাবে উঠান বৈঠক করেছেন। এ সময় আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি মনিরুল ইসলাম মিঠু, আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, মুকুল খান, রাজন,আলিফ সহ অন্যান্যরা।
একুল খান আলোকিত মুন্সীগঞ্জকে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ করেছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করেছি। জনপ্রতিনিধি হিসেবে অনেক মানুষের কল্যাণ কাজ করেছি। আসন্ন শ্রীনগর উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি বিগত দিনের কথা চিন্কা করে দল আমাকে মনোনয়ন দিবেন।
Be the first to comment on "শ্রীনগরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক"