শিরোনাম

মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক গ্রেফতার

মুন্সীগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক জাকির দেওয়ানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ।

 

ট্রলারের মালিক জাকির দেওয়ান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আকবর নগর গ্রামের মন্নাম দেওয়ানের ছেলে।

রবিবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলার পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নারায়ণগঞ্জ পঞ্চবটি এলাকা থেকে পলাতক ট্রলার মালিক জাকির দেওয়ানকে গ্রেফতার করা হয়। তাকে মুন্সীগঞ্জ আদালতে নিয়ে আসা হচ্ছে।

 

উল্লেখ্য, শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম মামলাটি করেন। মামলার প্রধান আসামি মাদারীপুর জেলার শিবচর এলাকার মৃত করিম বেপারির ছেলে সারেং মো. হাবিব (৫৫) এবং অজ্ঞাত মালবাহী জাহাজের চালক।

 

ডে স্ক  রিপোর্ট

Be the first to comment on "মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*