স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ : সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে পদ প্রত্যাশী হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তৃণমূলের নারী নেত্রী কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট সালমা হাই টুনি। শুক্রবার তিনি মনোনয়ন পত্র জমা দেন।
এর আগেও তিনি সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করেন।
তিনি বর্তমানে ঢাকার ১নং দ্রুত বিচার আদালতের স্পেশাল পি.পি হিসেবে কর্মরত রয়েছেন । তার পরিচালিত ল’ফার্ম আওয়ামীলীগের নেতাকর্মীরা কোন মামলায় জড়িয়ে গেলে বিনা পারিশ্রমিকে সে মামলা পরচিালনা করে থাকেন । তিনি নির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,নির্বাহী সদস্য, বাংলাদেশ কৃষকলীগ মুন্সীগঞ্জ জেলা,সদস্য, মুন্সিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি পদে থেকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন ।
মনোনয়ন পত্র জমা তেওয়ার পূর্বে তিনি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন।
তার সাথে এ সময় উপস্থি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি মোল্লা মো: আবু কাউছার সহ অন্যান্যরা।
এডভোকেট সালমা হাই টুনি বলেন,মুন্সীগঞ্জ বাসীর অফুরন্ত ভালোবাসা পেয়েছি। তাই তাদের জন্য কিছু করতে চাই । মুন্সিগঞ্জের পিছিয়ে পড়া মানুষের আর্থ সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করব সকল মানুষদের সাথে নিয়ে। একটা প্লাটফর্ম না হলে কাজ করার সুযোগ সৃষ্টি হয় না। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আওয়ামী লীগের সঙ্গে আছি আজীবন।
এখন আমি সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে আবেদন করবো। দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে নির্বাচন করবো। না করলেও আমি দলের যেকোনো আদেশ-নির্দেশ মেনে চলবো। সংরক্ষিত আসনের জন্য নিজেকে প্রস্তুত করছি। আশা করি, দল আমাকে সুবিবেচনায় রাখবে। তাছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিশ্চয় আমার কর্মকাণ্ডে অবগত আছেন।
Be the first to comment on "সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন সালমা হাই টুনি"