স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ : প্রবাসী লেখক ও আলোকিত মুন্সীগঞ্জের উপদেষ্টা জুয়েল আহ্সান কামরুল সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বই উপহার দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগযোগ মাধ্যমে মুন্সীগঞ্জের এই কৃতি সন্তান এই আহ্বান করেন।
তিনি তাতে লিখেন—–
“আপনি কোনো অনুষ্ঠানে যাচ্ছেন? কিংবা প্রিয়জনকে বা কাউকে কিছু উপহার দেয়ার কথা ভাবছেন? তাহলে কিছু বই উপহার দিন। কারণ, বইয়ের কোনো বিকল্প নেই!
বই পড়ুন, বই উপহার দিন; বই পড়ার সংস্কৃতি গড়ে তুলুন”।
Be the first to comment on "বই উপহার দিতে প্রবাসী লেখকের আহ্বান"