শিরোনাম

অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে গোপালগঞ্জকে হারিয়ে ফাইনালে মুন্সীগঞ্জ

সাজ্জাদ হোসেন : ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (২০১৮-১৯) খেলায় গোপালগঞ্জকে হারিয়ে ফাইনেলে উঠেছে মুন্সীগঞ্জ । খেলায় মুন্সীগঞ্জ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল ১৩৫ রানে জিতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ম্যাচটি।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকালে মাদারীপুর জেলার আচমত আলী খান স্টেডিয়াম মাঠে গোপালগঞ্জ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলকে হারিয়ে ফাইনালে উঠে তারা। ১৮ জানুয়ারি এই টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তী সেমিফাইনাল এর খেলা ঢাকা ও নারায়ণগঞ্জ মধ্যে।

 

জানা যায়, প্রথমে ব্যাট করতে নেমে মুন্সীগঞ্জ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে গোপালগঞ্জ ৪২ ওভার ৫ বলে ৬৭ রান করে গুটিয়ে যায়। খেলায় আম্পায়ার এর দায়িত্ব পালন করেন সাইফুর রহমান, মোঃ রফিকুল ইসলাম এবং স্কোরার ছিলেন মোঃ আসাদুজ্জামান সুমন। মুন্সীগঞ্জ দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন মারুফ মৃধা। ৪৪ বল খেলে সংগ্রহ করেন ৫১ রান ও ম্যান অফ দ্যা ম্যাচও হয়েছেন তিনি।

 

Be the first to comment on "অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে গোপালগঞ্জকে হারিয়ে ফাইনালে মুন্সীগঞ্জ"

Leave a comment

Your email address will not be published.


*