অধিকার
………………..
যেতে চাও,যাও
আমি ফেরাবো না তোমাকে
যেখানে তোমার মনের তৃপ্ত বাসনা
তোমাকে হাতছানি দেবে,তুমি যাও…।
যাওয়া তোমার অধিকার
আমি নির্বাসিত মানুষ,
আমারও অধিকার আছে,
কিন্ত তুমি অধিকার নহে দিয়েছো ধিক্কার!
কে কাকে অধিকার দেয় বলো,
একবার খুঁজে দেখেছো কি,
তোমার কাম্য অধিকার গুলো
আলোর পথের পথিক কিনা…
নাকি কেবলই অন্ধকার গহীনে
তুমি আনমনা হৃদয়ে স্বপ্ন চাষে ব্যস্ত…।
Be the first to comment on "মাহবুব আলম জয়ের কবিতা — অধিকার"