আমি উম্মাদ নয় আমি শৃঙ্খল
আমি ভীত নই আমি কঠোর।
আমি বিলাসি নই আমি নিয়ন্ত্রিত,
আমি নিশ্চুপ নই আমি জাগ্রত।
উম্মাদনাকে আমি শৃঙ্খল করি-
নিজ জ্ঞান ধৈর্য দিয়ে ।
ভীত হৃদয় সমাজ বোঝা!
কঠোরতাকে তাই সত্তা করি।
বিলাসিতা নয় কাম্য যেথায়
সব ভোগে নিমজ্জিত হয়ে আমি নিয়ন্ত্রিত
অন্যায়কে দেখে দেখে হয়ে যাই,
আমি ন্যায় পরায়ণে জাগ্রত।
বিবেক দিয়ে আমি করতে চাই
শত নিষ্ঠুর শর্ত,অশুভ শক্তি দমন।
সৎ লোকের সততাকে করতে চাই –
পুরষ্কৃত,যাতে সোচ্চার কন্ঠ হোক গঠন।
—– লেখক: কবি ও শিক্ষার্থী
Be the first to comment on "আমি শৃঙ্খল — রায়না আক্তার"