একমুঠো
একমুঠো রং দেবে-দুঃখের ক্যানভাসে সুখ পাখি আঁকবো,
একমুঠো স্বপ্ন দেবে- চোখ বন্ধ করে তোমাকে দেখবো ; একমুঠো প্রেম দেবে,সব হারিয়ে তোমাকেই চাইবো।।
একমুঠো আকাশ দেবে-প্রাণ ভরে নিঃশ্বাস নিবো, একমুঠো ইচ্ছে দেবে প্রজাপতি হয়ে ডানা মেলবো;
একমুঠো আদর দেবে,তোমার কোলে অবুঝ হব।।
একমুঠো মেঘ দেবে- তোমার আঙিনায় বৃষ্টি হয়ে ঝরবো,একমুঠো জোছনা দেবে- রাত জেগে চাঁদ দেখবো;
একমুঠো নিঃসঙ্গতা দেবে,তোমায় নিয়ে ভাববো।।
Be the first to comment on "আবদুল্লাহ-আল-জব্বারের একটি কবিতা"