শিরোনাম

মুন্সীগঞ্জে শিক্ষার্থী হত্যায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না : মুন্সীগঞ্জে শিক্ষার্থী হত্যায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার কলেজ ছাত্র রিফাত দেওয়ান (১৭) হত্যাকান্ডে আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে শনিবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করা হয়েছে।

বাউশিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ বেলা সাড়ে ১১ টার দিকে পোড়াচক বাউশিয়া বাজার এলাকায় মানববন্ধন করে। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দড়ি বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়। বেলা সোয়া ১২ টার দিকে এলাকাবাসী ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। বেলা সাড়ে ১২ টার দিকে গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ ঘটনাস্থলে পৌছে আসামিদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

 

উল্লেখ্য, ব্যাডমিন্টন খেলার কথা বলে গত রবিবার দিনগত রাত ৯ টার দিকে উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধু শিশির ও শুভ কলেজ ছাত্র রিফাতকে ছুরিকাঘাত করে। পরদিন সোমবার বিকেল ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ ছাত্র মারা যায়। গত মঙ্গলবার রাত ৭ টার দিকে নিহতের বাবা কামরুল দেওয়ান বাদী হয়ে নিহত কলেজ ছাত্রের ২ বন্ধু শিশির দেওয়ান ও শুভ হোসেনকে আসামি করে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে শিক্ষার্থী হত্যায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*