স্টাফ রিপোর্টার :মুন্সীগঞ্জে ডিসি পার্কের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে, জেলার শত শত স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী অভিভাবক সহ সুশীল সমাজের অসংখ্য সুধীজনের উপস্থিতিতে জেলা শহরের প্রাণ কেন্দ্রে কাচারিতে পার্কটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব মো. ফয়েজ আহম্মেদ। এ সময় জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, জেলা সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, সরকারী হরঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান,উপজেলা চেয়ারম্যান মো: আনিছুজ্জামান, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দীন উজ্জ্বল, সাংবাদিকবৃন্দ ও সাংস্কৃতি কর্মিবৃন্দ প্রমুখ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে নান্দনিক ডিসি পার্কের উদ্বোধন"