ধমনীতে আজ নরকের বালি
উড়িছে আজ এথায় সেথায়
জাগিয়েছে আজ নরকে ধ্বনি
উচ্চ কন্ঠ দায় বের হয়ে যায়।
স্বপ্ন ভঙ্গ ডোর,ললাটের লেখন
করিতে প্রকাশ করিব আজ বিদ্রোহ
রাস্তায় রাস্তায় যে নরকের বালি
ছায়িয়া আছে যার শক্তি প্রবল।
উৎকন্ঠা স্বর করিবে সকল
অপার্থিব শব্দদূষণ ন্বাস,
নিয়ে বিদ্রোহ শান্তির শ্বাস।
উড়িবে তখন বায়ুতে জয় উল্লাস।
Be the first to comment on "বিদ্রোহ — রায়না আক্তার"