শাহরিয়ার হোসেন,আলোকিত মুন্সীগঞ্জ : সদরের রামপাল ইউনিয়নের শাখারী বাজার গ্রামে শুক্রবার বিকেলে ক্রিকেট খেলার সময় মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলো মোস্তাকিন নামের ১২ বছরের এক শিশু। এসময় এক যুবক জোরে ব্যাট দিয়ে বল মারলে মোস্তাকিনের ডান চোখে এসে লাগলে তার চোখের মনি ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পরে।
তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোস্তাকিন পঞ্চসারস্থ ডিঙ্গাভাঙ্গা নয়া হাজী বাড়ীর বাবুল মিয়ার পুত্র। সে পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র বলে জানা গেছে। মুস্তাকিনের চাচা খোকন মিয়া বলেন, শাখারী বাজারে বড় ভাইয়ের সাথে দেখা করতে যায় মুস্তাকিন। এসময় পাশেরর মাঠেই খেলছিল স্থানীয়রা। এসময় বল লেগে চোখে প্রচুর রক্তাক্ত হয় মুস্তাকিনের। সে বর্তমানে আশংকাজনক ভাবে ঢাকা চক্ষু হাসপাতালে ভর্তি আছেন।
Be the first to comment on "রামপালে ক্রিকেট খেলায় বলের আঘাতে চোখ ফেটে রক্তাক্ত স্কুল ছাত্র"