স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ : মানুষ মানুষের জন্য এই শ্লোগানে এবার দিঘিরপাড় এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ফেসবুক গ্রুপ ”Unofficial Fun Strore। বুধবার তারা এই কার্যক্রম করেন।এর আগে গত ৬ জানুয়ারি টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের গ্রুপে মানব সেবা এই কর্মকান্ড করে আলোচনায় উঠেছে এসেছে গ্রুপটির সদস্যরা।
গ্রুপের সদস্য আইরিন আক্তার জানান, সামাজিক কর্মকান্ড করার লক্ষ্যে তাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে চায়। ভবিষ্যতে দশে মিলে আরো ভাল কাজ করতে চান ”Unofficial Fun Strore।
Be the first to comment on "এবার দিঘিরপাড়ে ফেসবুক গ্রুপ সদস্যদের শীত বস্ত্র বিতরণ"