শিরোনাম

যানজটে নাকাল মুন্সীগঞ্জ শহরবাসী, অনুমোদনহীন যানের দখলে সড়ক

আধুনিকতার কল্যাণে মুন্সীগঞ্জ শহর-শহরতলিতে নেমেছে ইঞ্জিনচালিত অটোরিক্সা ও মিশুক। সর্বত্র দাবড়িয়ে বেড়াচ্ছে নতুন এই যানবাহন। শহর-শহরতলির সড়কগুলো এখন অটোরিক্সা ও মিশুক নামে যানবাহনের দখলে চলে গেছে। শহরের প্রধান সড়ক ছাপিয়ে অলিগলি দাবড়িয়ে বেড়াচ্ছে অটোরিক্সা ও মিশুক। অনুমোদন ও লাইসেন্স ছাড়াই শহরময় দিব্যি চলাচল করছে অসংখ্য অটোরিক্সা ও মিশুক। দিনের পর দিন এ সব অটোরিক্সা ও মিশুকের সংখ্যা বেড়েই চলেছে। এতে সাপ্তাহিক ছুটির দিন বাদে শহরের প্রধান কেন্দ্র পুরাতন কাচারি থেকে শহর বাজার এলাকা পর্যন্ত সড়কে নিত্য যানজটের কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও যাত্রী সাধারণকে। এত সুপার মার্কেট, শিল্পকলা চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে জটলা সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে ভোগান্তিতে পড়ছে শহরবাসী।

 

আবার শহর ও শহরতলিতে এ সব অটোরিক্সা ও মিশুক চার্জ দেয়ার জন্য গড়ে উঠেছে অসংখ্য গ্যারেজ। প্রিয় মুন্সীগঞ্জ শহরজুড়েই এখন কেবল অটোরিক্সা আর মিশুক। শহরের সড়কগুলো এখন ইঞ্জিনচালিত এই যানবাহনেই চলাচলে স্বাচ্ছন্দ্যবোধ করছেন যাত্রী সাধারণ। হাতে-গোনা প্যাডেল চালিত রিক্সা চলাচল করলেও যাত্রীরা এখন আর তাতে চড়েন না। যাত্রী সাধারণের যাতায়াতের এখন প্রধান যানবাহনের নাম হয়ে উঠেছে অটোরিক্সা ও মিশুক। দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারার কারণে যাত্রী সাধারণও ইঞ্জিনচালিত এই যানবাহনের প্রতি ঝুকে পড়েছেন।

 

এদিকে, সাম্প্রতিক সময়ে প্যাডেল চালিত রিক্সায় ইঞ্জিন ব্যবহারের প্রতি ঝুঁকে পড়েন চালকরা। তারা রিক্সার মধ্যে ব্যাটারি সংযুক্ত করে সড়কে নামতে থাকে। এতে করে প্যাডেল ছাড়াই ব্যাটারি চালিত ওই রিক্সার ইঞ্জিনের সুইচ টিপে খুব দ্রুত সময়ের মধ্যে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া শুরু করে। প্যাডেল চালিত রিক্সার সংখ্যা এখান থেকে কমতে শুরু করে। মুন্সীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লাইসেন্সবিহীন ইঞ্জিনের ওই রিক্সার আধিক্য বাড়তে থাকে। সামান্য একটি রিক্সার মধ্যে ইঞ্জিনের রূপান্তর দিন দিন জনপ্রিয়তা পেতে থাকায় প্যাডেল চালিত রিক্সা হারাতে বসে।

 

আবার এ সব রিক্সার দ্রুত গতিতে ছুটে চলার কারণে সড়কে নিত্য দুর্ঘটনা ঘটতে থাকে। এক পর্যায়ে পৌরসভা কর্তৃপক্ষ বাধ্য হয়েই এমন রিক্সা চলাচল অবৈধ ঘোষণা করে। এরপর মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ওই রিক্সা চলাচল বন্ধ হয়। তবে তাতেও প্যাডেল চালিত রিক্সার সংখ্যা আর আগের পর্যায়ে আসেনি। আর এই সুযোগে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মিশুক দখল করে নিয়েছে শহর-শহরতলির সড়কগুলো।

 

শহরবাসীর মতে, গত ২-৩ বছরের ব্যবধানে শহর ও শহরতলিতে অটোরিক্সা ও মিশুকের আধিক্য বেড়েছে। শহরের প্রাণকেন্দ্রগুলোতে অটোরিক্সা ও মিশুকের ছড়াছড়ি। শহরের হাটলক্ষ্মীগঞ্জ, থানারপুল, পুরাতন কাচারি, আদালত এলাকা, মুন্সীরহাট, দেওভোগ, কাটাখালী-প্রভৃতি স্থানে এখন প্যাডেল চালিত রিক্সার পরিবর্তে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মিশুকের স্ট্যান্ডে পরিণত হয়েছে।

 

বিষয়টি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও আলোচনা হয়। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছে। এই নিয়ে কিছু পদক্ষেপ গ্রহণও করা হয়েছে বলে তিনি জানান।

 

এই বিষয়ে টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) কামরুল বেগ জানান, শহর যানজটমুক্ত করতে ইতোমধ্যেই প্রেসক্লাব, মেথরপট্টি মোড়, সুপার মার্কেট চত্বরসহ কয়েকটি স্থানে ডিভাইডার স্থাপন করা হয়েছে। আর অটোরিক্সা এবং শিশুক চলাচলের বিষয়ে পৌরসভার সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এর আগে জেলা প্রশাসনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত মোতাবেক বিপজ্জনক ব্যাটারি চালিত রিক্সা শহরে চলাচল বন্ধ করা হয়েছে। এতে শহরে দুর্ঘটনা হ্রাস পেয়েছে। তবে বৈধ এবং নির্দিষ্ট সংখ্যক যান চলাচল করলে শহরের এই জটলা আরও হ্রাস পাবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জনকন্ঠ

 

 

Be the first to comment on "যানজটে নাকাল মুন্সীগঞ্জ শহরবাসী, অনুমোদনহীন যানের দখলে সড়ক"

Leave a comment

Your email address will not be published.


*