শিরোনাম

একেই কি বলে মনের মৃত্যুঃ- কবি তাসলিমা খানম

 

আমাকে একবার ভালোলাগাটুকু প্রকশ করতে দাও,কখনো ভালো বাসা চাইবোনা।ঝিম ঝিম করা মাথাটা আলগোছে হাল্কা হয়ে যাক,আর কিচ্ছু নয়,বুকের উপর উপুর  করে রাখা বইটি মনোযোগ কারছে না,চোখ খুলে বইয়ের পাতায় রাখতে ইচ্ছে ও করছে না।এই প্রিয় অভ্যাসটি আমাকে কেমন অবজ্ঞার ভাব দেখাচ্ছে! না, না এভাবে অবস্থার অবনতি হলে আমার ইচ্ছাশক্তি মরে যাবে!!

তাহলে আর থাকে কি? গত দুইদিন আগে ব্রেনের উপর বড় রকমের একটা চাপ যায়,তার পর থেকে কেমন যেন মনের জোর হাড়িইয়ে ফেলছি।একমাস আগে ডাক্তার ডবল নিউরো ঘুমের ঔষধ দিয়েছিলো এতোদিন খাইনি।কিন্তু গত দুইদিন ধরে খাচ্ছি। কিন্তু চেতনা শক্তি লোপ পাচ্ছে।

মাঝে মাঝে মনে হয় জ্ঞান হাড়িয়ে ফেলবো।আমি আমার প্রিয় বইগুলি আমার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি,হাত দিয়ে ছুঁয়ে ও দেখছি না।মনের মাঝে এক আকাশ মেঘ।কেউ কি আমায় বলবে আমি কি করবো?

 

মৃত্যু নাকি অনেক ভাবে আসে,তা আসুক।কিন্তু আমি আমার প্রিয় বইগুলো পড়তে পারছি না, মানে সন্তানের মুখে খাবার ও তুলে দিতে পারছি না।

শীত শীত ওম টুকুও আজ মেঘে ঢাকা চাদরে। মিস্টি মিস্টি রোদ্দুরে কাছে কিবা দূরে সেটা বড় নয়।ভালো লাগাটুকু আমার বুকের ভিতরের চারিদিক ভালোলাগা ছুঁয়ে ছুঁয়ে   যাক রোদ্দুরের ঝিলিক।

 

 

আমি জীবনের হাসি আনন্দ,সুখ,দুখ বিষন্নতা ছড়িয়ে দেই লেখকের বইয়ের পাতায় পাতায়, বইয়ের পাতার ক্রমিক নাম্বারে চোখ রেখে পাতা উলটাই ভেজা ভেজা ঠোঁটের রহস্যাবৃত পরম আকুলতা আংগুলের ডগায় মেখে,পৃস্টা যাতে শেষ না হয় সেদিকে বুদ বুদ করে মন।

বই যেনো প্রাণ!বই কথা বলে শব্দাক্ষরে,প্রাণের সাথে মিলেমিশে দেহকে করে কখনো উশশ্নতার  ঘন আবেশের আবির প্রলয়!জীবন বুঝে নেয় না পাওয়ার দুক্ষানুভুতির দিক্ষা!কত মধুময় টিকা-টিপপ্নি।জাগে আশা,ভালো লাগে ভালোবাসার ভাবনা ভাবতে,ভাবি আমি একা একা নিজ নয়নে ভাসে যে মুখ মনে হয় দেখা হয়নি কোনদিন, কেন এতো আপন লাগে?

 

বেলা অবেলায় ক্ষুন্সুটিতে মেতে থাকা চাপা অভিমানে ক্ষুদ্ধ মনের নেই প্রকাশ কেটে কেটে চির চির করেছে যে অন্তর, সেখানে শব্দের খেলায় এতো এতো আবেগ কি করে করে আমায় ব্যাকুল!প্রেম জমেছে ঠোঁটে, নিমজ্জিত মন তোমার তরে,আজ নয় কাল বলে না আর মন আমার।সাহিত্যে, কাব্য ও কবিতায় কে বলেছে প্রেম খেলা করেনা পাঠকের মনে।সৃষ্টিশীল মন শীল্পেই বিপ্লব ঘটায়, আরাম আয়েশের যাপিত জীবনের মধ্যে বই যদি হয় প্রেম ও প্রেণার চিত্ত সুখ অবধারিত।

 

ফেসবুক্বে যারা অনেক মজা খুঁজেন তারা বলতে পারেন তা কতক্ষুন স্থায়ী হয়?  কিন্ত আমরা যারা বইএ মজা খুজি তারা পেজ উল্টাতেই থাকি এই মজাটা শেষ পৃস্টায় ও পুরো পুরি পাই না কারন বই এমন একটা জিনিস কোন বইটায় যে আপনার মস্তিস্ক আটকে যাবে সেটা সেই ব্যক্তি ছাড়া কেউ বলতে পারেনা।১০টা বই পড়লে ১০লাইন আপনার মস্তিস্কে ধারন করে নিতে পারে কিন্তু মন যৌবনে টগবগে ভরে যাবে।আসতে খুব আসতে মন তার প্রফুল্লতায় প্রবাহিত হতে থাকবে।এটা কাল্পনিক নয় এটাই বাস্তব।তাই রোদ্দুরের জিলিক যে কখন অনুভব করবো তা বইগুলি না পড়লে বুঝতে পারবো না।

 

 

Be the first to comment on "একেই কি বলে মনের মৃত্যুঃ- কবি তাসলিমা খানম"

Leave a comment

Your email address will not be published.


*