বিপ্লবী গান
দোলা ~ইব্রাহিম
আমি বিদ্রোহী, আমি সংগ্রামী !
আমি বিপ্লবের গান গাহি।
আমি প্রলয়ংকারী ঝড়,ভাঙি সব বসতঘর,
আমি দহন অভিসারী।
আমিতো জনতার প্রতিবাদী কণ্ঠ,
ইতিহাস দেয় সাক্ষ্য।
ফুঁসে গেলে নিপাত করতে পারি,
সব শোষকের মেরুদণ্ড।
আমিতো বায়ুুর অবাধ্য বেগ,
লাগামহীন গতিতে ছুটি।
আমিই পদ্মার আগ্রাসী ঢেউের তেজ,
ফুঁপরে গ্রাস করতে পারি সোনাফলা জমি
আমি মুজিবের কণ্ঠে ঝালিত;মুক্তির ওই গান,
জ্বালময়ী তীব্র প্রতিবাদের ক্রন্দন, শিরায় বহমান।
আমি লাখ কবির লেখা কবিতায়, অগ্নিঝরা বাণী;
সূর্যের ওই তীক্ষ্ণ তেজ ,সব কালো ভস্ম করতে পারি।
কোন অন্যায় ,দুর্নীতির সম্মুখে করিনা শির নত,
শহীদের ত্যাগে উজ্জীবিত, ভুলেছি সব ক্ষত।
আমি সব অশুভের যম,
কেড়ে নিতে পারি সব অত্যাচারীর দম।
আমি বিপ্লবী হয়ে বিনাশ করি,
দুস্কৃতির কালো হাত।
আমি উন্মাদ হয়ে করতে চাই,
সব অসত্যের বরবাদ ।
আমি অভ্রভেদী,আকাশচুম্বী সুউচ্চ ওই শৈল,
শিখরে ওঠে রচিতে চাই নতুন মহাকাব্য।
নতুন ভোরের নতুন রবি সু -উজ্জ্বল জ্বলবে,
দীপ্যমান জয়ের গাঁথা মহাকালও গাইবে।
Be the first to comment on "দোলা ইব্রাহিমের কবিতা"