স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে ৩ আসনে আওয়ামীলীগের টিকেটে দ্বিতীয় বারের মত নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস নেতাকর্মিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সদরের মিরকাদিম পৌর কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্তরের নেতার্কমিরা তাকে প্রতীকি ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানান। এতে সভাপতিত্ব করেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযুদ্ধা কামাল আহমেদ, রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ ও পৌর কাউন্সিলরগণ সহ অন্যান্যরা।
Be the first to comment on "মিরকাদিমে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মৃণাল"