শিরোনাম

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের বহুতল ভবণ নির্মাণের ঘোষণা মৃনাল কান্তির

জসীম উদ্দীন দেওয়ান :  মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃনাল কান্তি দাসের উদ্যোগে শীঘ্রই নির্মাণ হবে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের বহুতল ভবণ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পরের দিন সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে এসে  সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎয়ের সময় অ্যাড. মৃনাল কান্তি দাস মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নতুন ভবণে নির্মাণের ঘোষণা প্রদান করেন। এই ভবণ নির্মাণের জন্য মৃনাল কান্তি দাসের সর্বাত্বক সহযোগিতার কথা সেচ্ছায় ব্যক্ত করে তিনি বলেন, তিনি চান অতি শীঘ্রই শুরু হোক নতুন প্রেস ক্লাবের কাজ।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এ্যাড. মৃণাল কান্তি দাস। একাংশের ছবি।

এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হওয়ায় মৃনাল কান্তি দাসকে অভিনন্দন জানান। অন্য দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবণ নির্মাণে সার্বিক সহযোগিতার কথা ব্যাক্ত করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাবেক সভাপতি নাসিরউদ্দিন উজ্জ্বল সহ বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎয়ের সময় তিনি নতুন ভবনের কাজ দ্রুত শুরু করার পরামর্শ দেন।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জ প্রেসক্লাবের বহুতল ভবণ নির্মাণের ঘোষণা মৃনাল কান্তির"

Leave a comment

Your email address will not be published.


*