মুন্সীগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী। রবিবার রাতে সবগুলো কেন্দ্রের ফলাফলেল ভিত্তিতে রির্টার্নিং অফিসার বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে মহাজোটের প্রার্থী বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী নৌকা প্রতীকে ২ লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট।
মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি নৌকা প্রতীকে ২ লাখ ১৫ হাজার ৩৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি প্রার্থী মিজানুর রহমান সিনহা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬৫ ভোট।
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ৩ লাখ ১৩ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েরছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির সাবেক উপমন্ত্রী আব্দুল হাই ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৩৬ ভোট।
—জনকন্ঠ
Be the first to comment on "মুন্সীগঞ্জের ৩টি আসনেই নৌকা জয়ী"