হাসপাতালে আইসিইউতে জীবনযুদ্ধে শাহাবুদ্দিন।। চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি
স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির মো: শাহাবুদ্দিন শেখের (৫০) উপর হামলা হয়েছে। রবিবার নির্বাচনের দিন সকাল ১২ টায় আটপাড়া গ্রামে নির্বাচন পর্যবেক্ষনে গেলে বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: মোস্তফা দালাল ২০/২৫ বিএনপির নেতাকর্মি নিয়ে তার উপর হামলা চালায়।
এতে ঘটনাস্থল তার এক হাত ভেঙ্গে যায় মাথায় গুরুতর জখম ও চোখে আঘাত পায়। পরে তাকে ঢাকায় হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এপোলো হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, নির্বাচনের দিন শাহাবুদ্দিন শেখ কেন্দ্র পরিদর্শণে গেলে বিএনপির নেতাকর্মিরা অতর্কিত হামলা চালান।
কয়েক মাস আগে তিনি বিদেশ থেকে চিকিৎসা করে দেশে আসেন। এদিকে তার উপর এই হামলায় বজ্রযোগিনী জুড়ে বিতর্কের ঝড় বইছে। এই ঘটনার খবর জানতে পেরে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রার্থী এ্যাড মৃণাল কান্তি দাস তার তাৎক্ষণিক খবর নেন এবং চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।
—– দৈনিক সভ্যতার আলো
Be the first to comment on "বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির উপর হামলা"