শিরোনাম

নতুন বছরে নতুন বই উৎসবে সোয়া চার কোটি শিক্ষার্থী

জসীম উদ্দীন দেওয়ান : বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতে সারা দেশের  চার কোটি ২৬ লাখ শিক্ষার্থী। বর্ষ বরণের উৎসবকে ছাপিয়ে সামনের সারিতে চলে আসে বই উৎসবের বিষয়টি। সরকার কর্তৃক বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে তোলে দেয়া ৩৫ কোটি নতুন বইয়ের গন্ধ ছড়িয়ে পড়ে  প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা গুলোতেও।

এতো বড় আয়োজনই রূপ নেয় বই উৎসবে। জাতী গঠনের সাহসী  এই উৎসবের আমেজের খন্ড চিত্র চোখে পড়ে মুন্সীগঞ্জ জেলা সদরের দক্ষিণ নগর কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। তিনশতাধিক ছাত্র- ছাত্রীর হাতে বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষকগন ১৩৪২ টি নতুন বই তোলে দেন। আর এই বই পেয়ে পুলকিত হোন শিশুরা।

 

 

 

 

Be the first to comment on "নতুন বছরে নতুন বই উৎসবে সোয়া চার কোটি শিক্ষার্থী"

Leave a comment

Your email address will not be published.


*