ভোলার চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় স্থানীয় ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্বৃত্তদের ৪টি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। দুবৃত্তদের হামলায় গুরুতর আহত একজনকে চরফ্যাসন হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০১ জানুয়ারী) সন্ধা ৭টায় চরফ্যাসন পৌরসভা ৭নং ওয়ার্ডে পালোয়ান বাড়ির পূর্ব পার্শ্বে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ব্যক্তি হলেন, চরফ্যাসন উপজেলা মৎস্যলীগের সভাপতি সফিউল্লাহ পালোয়ান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমরান হোসেন জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনটি মটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। পরে অন্য একটির আগুন নেভাতে সক্ষম হই।
ডেস্ক নিউজ
Be the first to comment on "চরফ্যাসনে দুর্বৃত্তদের হামলা: আহত ১০, ৪টি মটর সাইকেল পুড়ে ছাই"