কাজী পলাশ,আলোকিত মুন্সীগঞ্জ : নিজ গ্রামের প্রতি ঘরে নৌকার ভোট চেয়ে নৌকার প্রচারণা করেছেন টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: গোলাম রাব্বানী শান্ত। বৃহস্পতিবার দিনভর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (টঙ্গীবাড়ি – লৌহজং) মুন্সীগঞ্জ ২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির পক্ষে মিতারা,ধানকোড়া,শরিসাবন গ্রামের প্রতি ঘরে ঘরে গিয়ে ভোট চান তিনি।
এছাড়াও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে তিনি নৌকার ভোট চেয়ে প্রচারণা করেন। এসময় তার সাথে ছাত্রলীগ, যুবলীগ ও তার নিজ গ্রামের নানা শ্রেণীর লোকজন অংশ নেয়।
গোলাম রাব্বানী শান্ত বলেন, আমি এই গ্রামের সন্তান, আমার বাবা মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান আপনাদের পাশে সব সময় ছিলো,আপনাদের দু:খ,কষ্টটে এগিয়ে এসেছে, আমিও আপনাদের পাশে এভাবে থাকতে চাই। তাই ৩০ তারিখ সারাদিন আপনারা নৌকায় ভোট দিয়ে এমিলি আন্টিকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার সরকার পুনরায় গঠন করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং টঙ্গীবাড়ি দিঘিরপাড় ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো করার সুযোগ দিন।
Be the first to comment on "নৌকার প্রচারণায় গোলাম রাব্বানী শান্ত"