শিরোনাম

পরকীয়ার বলি: ভাঙ্গছে প্রবাসীদের সংসার

মাহবুব আলম জয় : ভাগ্য বদলের লক্ষ্যে প্রবাসে পাড়ি দিয়েছিলেন তারা। দেশে তাদের উপার্জিত অর্থে আসে অনেক রেমিটেন্স।  একদিকে যেমন জীবনের পরম অধ্যায় ত্যাগ করে প্রবাসে নিজেকে নিয়োজিত করেছেন অন্যদিকে পরিবার -পরিজন,আত্মীয় স্বজন সহ সকলেই সামান্য স্বার্থে ব্যাঘাত ঘটলেই প্রবাসীদের বিপরীত মুখী হয়ে উঠে। প্রবাসে থাকা মানেই অনেকেই ভাবেন আলাদিনের চেরাগ। অথচ, কত দু:খ কষ্ট, নির্ঘুম রাত কাটে প্রবাসীদের এটা তারা বুজতে চান না। দু:খ করে কথা বলছিলেন এক প্রবাসী। দেশের অন্যতম প্রাচীন নগরী মুন্সীগঞ্জ।  এখানকার বেশির ভাগ পরিবারের  সদস্যদের লক্ষ্য প্রবাস যেয়ে ভাগ্য পরিবর্তন করা। কিন্তু প্রবাসীদের ভাগ্য বদলের অনেক গল্প দু:খের বোজা নিয়ে আসেন। মুন্সীগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সময়ে প্রবাসীরা দেশে ফেরে দেখেন তাদের বউ নেই অর্থও নেই। সুখের সাজানো সংসার ভেঙ্গে অন্যের হাত ধরে পরকীয়া করে পালিয়ে যাচ্ছেন অনেকেই।  মুন্সীগঞ্জে অহরহ ঘটছে রকম ঘটনা। দিনের পর দিন ঘটনা ঘটলেও মামলা,অভিযোগ হলেও সেই সংসার অনেক ক্ষেত্রে ভেঙ্গে যাচ্ছে। কখনো কখনো সন্তানদের মুখের দিকে চেয়ে শেষ জীবনে এসেও সুখটা হারাচ্ছেন প্রবাসীরা।

 

গত মে মাসের ঘটনা।  শ্রীনগরে প্রবাস থেকে পাঠানো স্বামীর কষ্টার্জিত অর্থ ও গচ্ছিত টাকা পয়সা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় তার স্ত্রী।  এঘটনায় প্রবাস ফেরত স্বামী বাদী হয়ে গত ২৭ মে স্ত্রী ও তার পরকিয়া প্রেমিকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।  প্রবাস থেকে দেশের আসার একদিনের মধ্যেই ঘটনাটি ঘটে।

অনেক প্রবাসী ঋন করে বিদেশে পাড়ি জমান। এবং প্রবাসে যেয়ে দেখেন তার সাথে প্রতারণা করেছেন কথিত দালাল।   প্রবাসীদের এতো কষ্ট দেখার কেউ নেই।  পরকীয়া ঘটনায় ভাঙ্গছে প্রবাসীদের সংসার। সন্তান হারাচ্ছেন মা- বাবার আদর ভবিষ্যত যাচ্ছের হুমকির দিকে।

মুন্সীগঞ্জের একাধিক স্থানীয় জনপ্রতিনিধিদের মতে বিয়ে করে অনেকে প্রবাসে চলে যাচ্ছেন,কেউ কেউ দেশে এসে কদিন পর ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে বিদেশে পাড়ি দিচ্ছেন। সঠিক গাইডলাইনের অভাবে অহরহ পরকীয়ার মত ঘটনা ঘটছে। একবার কি ভাবা যায় না প্রবাসীদের কথা! শপথ হোক স্বপ্ন ভাঙ্গার চর্চা বন্ধ করি।  প্রবাসীদের এতো ক্ষতি, এত কষ্ট, এতো ত্যাগ, দালালদের প্রতারণা এই সব কি কোন ভাবে পুষিয়ে নেয়া সম্ভব? তবুও অবিরাম পথচলা।……।

 

Be the first to comment on "পরকীয়ার বলি: ভাঙ্গছে প্রবাসীদের সংসার"

Leave a comment

Your email address will not be published.


*