স্টাফ রিপোর্টার – টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে মুন্সীগঞ্জ ২ আসনের নৌকা প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির পক্ষে নারীদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করেন হাসাইল বানারী ইউনিয়নের চেয়ারম্যানের ও আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন হালদার। মঙ্লবার বিকালে তার নিজ বাসভবনে এই উঠান বৈঠক হয়।
বিগত দিনের সফলতার কথা মাথায় রেখে সাগুফতা ইয়াসমিন এমিলী কে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে সবার প্রতি অনুরোধ করেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন,হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস সিকদার, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির ফকির,টটঙ্গীবাড়ি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওসমান মেলকার,হাসাইল বানারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শেখ মোঃ আব্বাস,জয়নাল খালাসী, টঙ্গীবাড়ি উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক ফয়সাল হালদার,ইউনিয়ন যুবলীগ সভাপতি তাজু মুন্সী,যুবলীগ নেতা বাবু হালদার,উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি দেলোয়ার হোসেন, গনশিক্ষা বিষয়ক সম্পাদক আপন সর্দার,হাসাইল বানারী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক হাসান সর্দার,ছাত্রলীগ সভাপতি স্বপন হালদার, সাধারন সম্পাদক সাইফুল সর্দার প্রমুখ।
Be the first to comment on "হাসাইলে নৌকার পক্ষে উঠান বৈঠক"