স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০১৮ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কে.কে.গভ. ইন্সটিটিউশনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমেদ ও নির্বাচন অফিসারগণ প্রমুখ।

প্রশিক্ষণে বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক,মঞ্চে অতিথিবৃন্দ
Be the first to comment on "মুন্সীগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ"