শ্রীপুর প্রতিনিধি : এই বছর অনুষ্ঠিত ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে পিইসি পরিক্ষার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখলো গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শামসুদ্দিন মাষ্টার একাডেমি।
প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় ২৪ জনে ২১জন এ+ সহ শতভাগ পাশ করার কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি । এছাড়াও প্রথম বারের মতো জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি)পরিক্ষায় অংশ গ্রহণ করে ৭জনে ৪জন এ গ্রেড সহ শতভাগ পাশ।
জেএসসি ও পিইসি পরিক্ষার ফলাফলে পরিচালক হাজী রুকনুজ্জামান জামান বলেন, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া ।তিনি আরো বলেন এ ফলাফলে শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষকদের নিরলস পরিশ্রম,অভিভাবকদের সচেনতা সর্বোপরি মহান আল্লাহ তায়ালার রহমতই একমাত্র কারণ।তিনি প্রতিষ্ঠানের জন্য সকলের দোয়া কামনা করেন।
শামসুদ্দিন মাষ্টার একাডেমি ২০০১সালে প্রতিষ্ঠা করা হয়।
Be the first to comment on "শ্রীপুরে শামসুদ্দিন মাষ্টার একাডেমি ফলাফলে এগিয়ে"