স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় মুন্সীগঞ্জ ৩ আসনের প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সম্পাদক সংগ্রামী নেতা শেখ মো: শিমুলের কোদাল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা হয়েছে। সোমবার উপজেলার গজারিয়া ঘাট, রসুলপুর, ভবেরচর, হোসেন্দি সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী জেলা সম্পাদক শেখ মো: শিমুল বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিক। তিনি আরো বলেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় কোদাল মার্কায় ভোট দেয়ার আহবান জানান। এসময় দলীয় নেতাকর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Be the first to comment on "গজারিয়ায় কোদাল মার্কার গণসংযোগ ও পথসভা"