মঈনউদ্দিন সুমন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার সব সাংবাদিককে শতভাগ নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। নির্বাচনের দিন কর্মরত সাংবাদিকদের কাজে যেন কোনো রকম বাধার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে পুলিশ সুপার বলেন, নির্বাচনে সাংবাদিকদের নানা প্রতিকূল পরিবেশের মোকাবিলা করতে হয়। নিউজ কাভারেজ করতে গিয়ে অনেক সময় হামলার শিকার হতে হয়। আসন্ন নির্বাচনে পরিস্থিতি যেন খারাপ না হয় সেদিকে লক্ষ রাখা হবে। নির্বাচনে সাংবাদিকদের শতভাগ নিরাপত্তা দেওয়ার বিষয়ে এরই মধ্যে জেলা পুলিশকে জানানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে ও বিশৃঙ্খলা মোকাবিলা করতে পুলিশ প্রস্তুত আছে।
ntv online
Be the first to comment on "নির্বাচনে মুন্সীগঞ্জে সাংবাদিকদের শতভাগ নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ"