শিরোনাম

আজ নারায়ণগঞ্জ আসছেন চরমোনাই পীর

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর  সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মদ সুলতান মাহমুদ জানিয়েছেন, ২১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের কাঁচপুরে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা মাননীয় জেলা পুলিশ সুপার হারুন-অর-রশীদ এবং  জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাব্বী মিয়াকে বিষয়টি অবগত করেছি এবং নিরাপত্তা চেয়েছি। তাঁরা আমাদেরকে আশ্বস্ত করেছেন নিরাপত্তার বিষয়ে।

 

 

 

নারায়ণগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। হাতপাখা মার্কার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার হাতপাখার প্রার্থীগণ ইসলামী আন্দোলনের আদর্শ সকল ভোটারের কর্ণকুহরে পৌঁছানোর জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

ডেস্ক রিপোর্ট/আলোকিত মুন্সীগঞ্জ

 

Be the first to comment on "আজ নারায়ণগঞ্জ আসছেন চরমোনাই পীর"

Leave a comment

Your email address will not be published.


*