সারাদেশের মতো মুন্সীগঞ্জেও মঙ্গলবার থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে গতকাল থেকেই বিভিন্ন নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন, আশপাশের এলাকা পর্যবেক্ষণসহ প্রাথমিক কাজগুলো শুরু করছেন। পরে জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশে নির্বাচন-সংশ্নিষ্ট কর্মকাণ্ডে যুক্ত হবে বিজিবি।
গতকাল রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, মুন্সীগঞ্জ জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে দুই প্লাটুন দায়িত্ব পালন করবে গজারিয়া উপজেলায় এবং ১০ প্লাটুন দায়িত্ব পালন করবে জেলার অন্য পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায়।
এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয় সভায়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফাইল ছবি,
সমকাল
Be the first to comment on "মুন্সীগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন"