জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ -১ আসনে মহাজোট প্রার্থী এবং বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরীর বাস ভবনে তাঁর বেড রুমে গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় রুমের জানালার গ্লাস ভেঙ্গে যায়। তবে এই ঘটনায় মাহীর পরিবারের সকলে সুস্থ্য রয়েছে বলে জানা গেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউনুচ আলী জানান,বুধবার রাত আনুমানিক নয়টার দিকে কে বা কাহারা মাহী বি চৌধুরীর বাসায় গুলি করে। খবর পেয়ে তারা ঘটনা স্থলে গেলে, সেখান থেকে গুলির একটি খোসা উদ্ধার করেন। ঘটনার সময় মাহী বা তাঁর পরিবারের কোন সদস্য সেই কক্ষে ছিলেন না। মাহী বি চৌধুরী বলেন, সে সময় তারা ঘরে থাকলে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারতো। এই ঘটনার জন্য ঐক্য ফ্রন্টের প্রার্থী বিএনপির প্রেসিডিয়াম সদস্য, শাহ মোয়াজ্জেম হোসেনকে দায়ী করে বলেন, শাহ মোয়াজ্জেমের সন্ত্রাসীরা এই নেক্কার জনক ঘটনা ঘটিয়েছেন।
Be the first to comment on "মাহীর বাস ভবনে দুর্বৃত্তদের গুলি"