মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর বাঙালি
জাতির অহঙ্কার,
এই বিজয়কে রাখব ধরে
এই হোক সবার অঙ্গিকার।
একাত্তরে সাড়ে সাতকোটি বাঙালি
হয়েছিল ঐক্যবদ্ধ,
২৬শে মার্চ থেকে শুরু হয়
৯’মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ।
ত্রিশ লক্ষ শহীদ দিয়েছে তাদের জীবন
বিসর্জন,
অবশেষে নরপিশাচরা করল আত্মসমর্পণ।
সেই থেকে বিজয়ের পতাকা,
উড়ছে বিশ্বজুড়ে।
বেঁচে আছে সকল শহীদ,
আমাদের হৃদয় নীড়ে।
Be the first to comment on "বিজয় দিবস সমিনা- ইয়াসমিন প্রমি"