গুলিবিদ্ধ র্যাবের দুই সদস্যকে সিএমএইচে পাঠানো হয়েছে
জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদরের বল্লাল বাড়ি এলাকায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে একাধিক মামলার আসামী খশ্রু এবং কানা সুমন নিহত হয়েছে। এসময় র্যাবের ওসি মোকারম হোসেন এবং, লেন্স নায়েক সাফায়াত হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। র্যাব-১১ কমান্ডার পুলিশ সুপার এনায়েৎ হোসেন জানান, মঙ্গলবার দুপুর সোয়া দুইটার সময় পলাতক আসামী খশরু ও কানা সুমনকে তারা একটি প্রাইভেট কারে চরে খশরুদের বাড়ি বল্লালবাড়ি এলাকায় ঢুকতে দেখে। সে সময় র্যাবের গাড়ি মূল সড়কে রেখে, একটি সিএনজিতে করে তারা ভিতরে প্রবেশ করলে খশরু ও কানা সুমন তাদের লক্ষ্য করে বেশ কযেক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় র্যাবের দুই জন সদস্য। পরে র্যাবের সাথে বেশ কিছুক্ষণ গুলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সন্ত্রাসীরা। আহত র্যাব সদস্যদের সিএমএইচে পাঠানো হয়েছে বলে জানান এনায়েৎ হোসেন। ঘটনা স্থল থেকে তিনটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান এনায়েৎ হোসেন মান্না।
Be the first to comment on "মুন্সীগঞ্জে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই শীর্ষ সন্ত্রাসী নিহত"