শিরোনাম

বিজয় দিবসে ক্রীড়ার আসর

 

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে  রামপালের দালালপাড়া গ্রামে   বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাবুল  স্মরণে দিন ব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হয়েছে।  খানকা দালালপাড়া যুব সংঘের আয়োজনে  ৪ কিলোমিটার মেরাথন দৌড়, হাঁস ধরা, সুইমিং, চেয়ার সেটিং, কলাগাছ ইভেন্ট সহ বিভিন্ন ক্রীড়ার আসর হয়। এ সময় গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয় এবং উপভোগ করে।  এতে এলাকার নবীন প্রবীণরা উপস্থিত ছিলেন।

 

 

Be the first to comment on "বিজয় দিবসে ক্রীড়ার আসর"

Leave a comment

Your email address will not be published.


*