স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে সাইকেল চালানোর প্রতিযোগিতা হয়েছে। শনিবার সোনারং হাইস্কুল মাঠে উৎসব এই সাইকেল প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজে পর্যায়ের মেয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ হাসিনা আক্তার, টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ সো: আওলাদ হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন। পরে রবিবার বিজয় দিবসে বিজয়ীদের মাঝে আগামীকাল পুরষ্কার বিতরণ করা হয়।
Be the first to comment on "টঙ্গীবাড়িতে বিজয় দিবস উপলক্ষে মেয়েদের সাইকেল প্রতিযোগিতা"