শিরোনাম

জাপানে কিউশু বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে কিউদাই পরিবার। রোববার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় সংগীত ও পরবর্তীতে বিজয়ের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন কিউশু বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক ড. বিদ্যুৎ বরণ সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়েরই মাননীয় সহযোগী অধ্যাপক ডা. শামিম হোসেন ও সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারুফ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান ভুঁইয়া।

 

অতিথিগণ তাঁদের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের দুঃসাহসিকতার ইতিহাস ও স্বাধীনতা অর্জনের নেপথ্যে তাঁদের আত্মত্যাগের স্মৃতিগাথা তুলে ধরেন। ত্রিশ লক্ষ বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে নেবার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার ব্যাপারেও তাঁরা আলোকপাত করেন। উপস্থিত অতিথিদের পরিবেশনায় দেশের গান ও নাটক পরিবেশিত হয় । সর্বশেষে প্রধান অতিথির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

 

Be the first to comment on "জাপানে কিউশু বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন"

Leave a comment

Your email address will not be published.


*