স্টাফ রিপোর্টার : সদরের পূর্বদেওসার গ্রামে মানুষের সেবায় মানবতার দোকান উদ্বোধন হয়েছে। পূর্বদেওসার এলাকাসীর উদ্যোগে মহান বিজয় দিবস রবিবার বিকালে এই উদ্বোধন করেন রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা মো: শাহজাহান ঢালী,প্রবীণ শিক্ষক মো: মতিউর রহমান ঢালী, মহিলা ইউপি মর্জিনা বেগম,সমাজ সেবক মো: রহমত উল্লাহ দেওয়ান, মুফতি মাহদি হাসান সিদ্দিকী,
মো: ফরহাদ ঢালী, ব্যবসায়ী আমান মোল্লা, সংগঠক প্রবাসী সায়েম ঢালী,মো: শিশির রহমান,মানবতার দোকান উদ্যোক্তা মো: আরিফ ঢালী, লেখক ও সাংবাদিক মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয় ও মো: শিপন ঢালী প্রমুখ। মানবতার দোকান থেকে অসহায় দু:স্থ পরিবারের সদস্য প্রয়োজনীয় যেকোন বস্ত্র নিতে পারবেন এবং অপ্রয়োজনীয় বস্ত্রাদি দিতে পারবেন। এসময় শতাধিক পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
Be the first to comment on "রামপালে মানবতার দোকান"