শিরোনাম

যার ভোট সে যেন দিতে পারে, নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সে ধরনের পরিবেশ তৈরী করতে হবে: মুন্সীগঞ্জে কাজী রিয়াজুল হক

জসীম উদ্দীন দেওয়ান : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন- ‘দেশের মালিক জনগণ, আর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনার দায়িত্বে থাকবে। ভোটের মাঠে প্রতিটি প্রার্থী ও ভোটারকে সমানভাবে সুযোগ দিতে হবে। যার ভোট সে যেন দিতে পারে এবং ভোট দিয়ে বাড়িতে নিরাপদে পৌঁছাতে পারে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে  সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩০ তারিখ জাতীয় নির্বাচন, ঐ দিনই প্রমাণ হবে আমরা সমাজে কতটা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি’।

 

শনিবার দুপুরে মুন্সীগঞ্জে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে দীর্ঘ কয়েক ঘন্টা  ব্যাপী চলা এই অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফয়জুল কবির। এসময় আগামী নির্বাচনকে ঘিরে নানা শ্রেনী পেশার লোকেরা বক্তব্য রাখেন

 

 

 

Be the first to comment on "যার ভোট সে যেন দিতে পারে, নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সে ধরনের পরিবেশ তৈরী করতে হবে: মুন্সীগঞ্জে কাজী রিয়াজুল হক"

Leave a comment

Your email address will not be published.


*