শিরোনাম

মুন্সীগঞ্জের সমষপুরে বাস ও নসিমনের সংঘর্ষ, নির্মাণ শ্রমিক জিতেন নিহত, ১১ নির্মাণ শ্রমিক আহত

 

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহা সড়কের সমষপুরে প্রচেষ্টা বাসের ধাক্কায় নসিমনের যাত্রী নির্মাণ শ্রমিক জিতেন নিহত হয়েছে। এসময় নসিমনে থাকা আরো ১১ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। শ্রীনগর থানা পুলিশ জানান, শনিবার রাতে একটি বাড়ির ঢালাইয়ের কাজ সেরে দোগাছি থেকে নসিমনে চরে শ্রীনগর সদরে আসতে নিলে পিছন দিক থেকে আসা প্রচেষ্টা বাস নসিমনটিকে ধাক্কা মারে এবং ঘটনা স্থলে নসিমনের একজন যাত্রী মারা যায়। আনুমানিক রাত ১০ টার দিকে  এই দূর্ঘটনাটি ঘটে বলে জানান পুলিশ। আর এই ঘটনায় আহত ১১জনকে শ্রীনগরের ষোলগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,আটজনকে সেখানে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা পাঠানোর খবর নিশ্চিত করেন তারা।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জের সমষপুরে বাস ও নসিমনের সংঘর্ষ, নির্মাণ শ্রমিক জিতেন নিহত, ১১ নির্মাণ শ্রমিক আহত"

Leave a comment

Your email address will not be published.


*