আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জে ৩ আসনে নির্বাচনী পথসভা করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের সুপার মার্কেট এলাকার অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১’-এর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গিয়ে মিলিত হয় পথসভাটি।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুঁইয়া,সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামছুল কবির মাষ্টার, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন, জেলা পরিযদের সদস্য আরিফ হোসেন, রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাচ্চু শেখ, চর-কেউয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন, বাংলাবাজার ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান সোরাব হোসেন পীর,মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড এর কাউন্সীলর মকবুল হোসেন,মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বিডি২৪লাইভ
Be the first to comment on "মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা"