আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করতে গতকাল বুধবার ঢাকা থেকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান। এ সময় মুন্সীগঞ্জ ও মাদারীপুরে হাজার হাজার নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। মাদারীপুরের শিবচরের প্রায় ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক করতালি ও স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।
মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিবাদন ও শুভেচ্ছা জানিয়েছে মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকার নেতাকর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের দুই প্রান্তে দাঁড়িয়ে ‘উন্নয়নের প্রতীক নৌকা’ ও ‘শেখ হাসিনার প্রতীক নৌকা’ স্লোগান দেয়। মহাসড়কে মহাজোটের নির্বাচনী শরিক বিকল্পধারার নেতাকর্মীরাও জড়ো হয়।
সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় পৌঁছলে মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশের নেতা মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার কবীর এবং শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে শত শত নেতাকর্মী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
মাহী বি. চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার সততা বাঙালি জাতিকে গর্বিত করেছে।
মাদারীপুরের শিবচরের প্রায় ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে সমবেত হয় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে ফেরি ক্যামেলিয়ায় কাঁঠালবাড়ির ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে পৌঁছলে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী তাকে স্বাগত জানান।
এ সময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর গাড়িবহর ঘাট এলাকা অতিক্রমকালে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক স্লোগানে স্লোগানে মুখর করে তোলে। প্রধানমন্ত্রীও নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নৌপথ ও মহাসড়কজুড়ে মোতায়েন ছিল পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী। সাংসদ নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে এই এলাকার মানুষ খুবই উৎফুল্ল। নির্বাচনী প্রচারণায় এটি তাদের বিশেষ পাওয়া।
—— সমকাল
Be the first to comment on "প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ১৫ কি.মি. সড়কজুড়ে জনতা"