শুকতারা সম, তব তোমার নব
বদনে শশী হাসে তায়।
চাঁদের কোনে, আপন মনে,
জোনাক তাতে লোকায়।
কে হে তুমি, কাননমাখা ভূমি,
বিছিয়েছো আমারো লাগি।
কোন গহিন বনে, কৃষ্ণের সনে সনে, বাঁশি বাজিয়ে আছো জাগি।
কোন স্বর্গপাড়া, গড়ে দিশেহারা,
ক্লান্তহীন তব মন।
সুখ সাগরে, প্রিয় নগরে,
আমায় নিয়ে প্রতিক্ষণ।
কোন মেঘলা দিনে, চিনের ঘরে টেনে,
মাতাল সুর বাজাও কানে।
সব দুখ, দূরে সরে ঝরে,
সুখের গানে গানে।
Be the first to comment on "স্বপ্নে ভাসে সুখ —- জসীম উদ্দীন দেওয়ান"