স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ ৩ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ‘র মনোনীত প্রার্থী শেখ মোঃ শিমুল “কোদাল” প্রতীক এর গণসংযোগ করে চলেছেন। প্রতীক পাওয়ার পর থেকে তিনি মুন্সীগঞ্জে সাধারন ভোটারদের নিকট কোদাল প্রতীকে ভোট প্রার্থনা করছেন। মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্ট ও পঞ্চসারে প্রচারণা চালিয়েছে যাচ্ছেন তিনি। শেখ মো: শিমুল বলেন, সমাজ বিবর্তনে কোদাল মার্কায় ভোট দিলে দেশের অনেক পরিবর্তন হবে। নতুন কিছুর প্রত্যাশায় সকলের নিকট কোদাল মার্কায় ভোট চাই। শেখ শিমুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ হতে সাংবাদিক পরিবারের একমাত্র প্রার্থী।
Be the first to comment on "মুন্সীগঞ্জে কোদাল প্রতীকের প্রচারণা"