শিরোনাম

মুন্সীগঞ্জে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

 

মোজাম্মেল হোসেন সজল : মমুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুলি ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।  এ সময় উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে।

 

বুধবার বেলা সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলারচরে এ ঘটনা ঘটে।  আহতদের মধ্যে উভয় গ্রুপের গুরুতর অবস্থায় দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে।  এদিকে, গ্রেফতার এড়াতে আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আধারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বার এবং একই গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন সরকার গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।  বুধবার এক গ্রুপ অপর গ্রুপকে গ্রাম ছাড়া করতে গিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।  এসময় ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং ভাংচুর করা হয় বাড়ীঘর।  এতে আলী হোসেন সরকারের ছেলে যুবলীগকর্মী জনি সরকার (২৬) ও সুরুজ মেম্বার গ্রুপের নসু কাজীর ছেলে আমজাদ কাজী গ্রুরতর আহত হয়।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় প্রেরণ করেন।  এছাড়াও রিয়াজ, রিপন ও আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের ঘটনায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

—– অবজারভার

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০"

Leave a comment

Your email address will not be published.


*