শিরোনাম

বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নে বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার সকালে বজ্রযোগিনী ভাঙ্গা এলাকায় জেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল হাইয়ের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

বজ্রযোগিনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি তোতা মুন্সী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের লোকজন নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। এছাড়া পোষ্টার ছিড়ে অগ্নিসংযোগ করে। এর প্রতিবাদে বুধবার সকালে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক হালিম হোসেন, বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মোজাম্মেল হোসেন সজল/ অবজারভার

Be the first to comment on "বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ"

Leave a comment

Your email address will not be published.


*