শিরোনাম

বেড়ায় চলমান কর্মসৃজন প্রকল্প কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

 

অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন (ইজিপিপি) প্রকল্পের আওতায় পাবনার বেড়া উপজেলায় চলতি অর্থ বছরে প্রথম পর্যায়ে প্রায় এক কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে ২৬টি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্পগুলোতে ১৮৩৩ জন নারী-পুরুষ শ্রমিক কর্মরত আছে। এদের মধ্যে মহিলা শ্রমিকের সংখ্যাই বেশি। পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন উপজেলায় চলমান কর্মসৃজন প্রকল্প কাজ সরেজমিন পরিদর্শন করেছেন।

জানা যায়, সরকার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) আওতায় চলতি অর্থ বছরে প্রথম পর্যায়ে বেড়া উপজেলার ৯টি ইউনিয়নে এক হাজার ৮৩৩ জন শ্রমিকের বিপরীতে এক কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেয় হয়। উপজেলার হাটুরিয়া-নাকালিয়া, চাকলা, কৈটোলা, নতুন ভারেঙ্গা, পুরান ভারেঙ্গা, জাতশাখিনী, মাসুমদিয়া, রুপপুর ও ঢালারচর ইউনিয়নে জনসংখ্যার আনুপাতিক হারে বরাদ্দ টাকা ২৬টি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ভাগ করে দেয়া হয়। গত ২৭ অক্টোবর থেকে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প কাজ তদারকির জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। ট্যাগ অফিসাররা উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে প্রকল্প কাজ সরেজমিন তদারকি করছেন।

শুক্রবার সরেজমিন ঘুরে দেখা যায়, নতুন ভারেঙ্গা ইউনিয়নের বকচর কুদ্দুসের বাড়ী হতে আজাহারের বাড়ী পর্যন্ত রাস্তা পূনঃনির্মণে ৩০ জন শ্রমিক, বাকসোয়াপাড়া পাকা রাস্তা হতে হাসেমের বাড়ী পর্যন্ত রাস্তা পূনঃনির্মাণে ৬৫ জন শ্রমিক, কৈটোলা ইউনিয়নে হরিরামপুর ৫ নং ওয়ার্ডের রাজ্জাক মন্ডলের বাড়ী হতে আব্দুল হাই এর বাড়ী পর্যন্ত রাস্তা পূণৎনির্মাণে ৩০ জন শ্রমিক, জয়নগর ৩নং ওয়ার্ডের তোপের বাড়ী হতে জহুরুলের বাড়ী পর্যন্ত রাস্তা পূনঃনির্মাণ কাজে ৩৯ জন শ্রমিক কাজ করছে। প্রকল্পগুলোতে মহিলা শ্রমিকের সংখ্যাই বেশি। প্রকল্প কাজে কর্মরত রুমা খাতুন, মালেকা খাতুন, করিমন বেগম, সাবিয়া খাতুন, মনি পারভীন, মোমেনা বেগম জানান, এই সময় তাদের হাতে কাজ থাকেনা। সংসারে অভাব অনটন দেখা দেয়। এ বছর অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে কাজ পেয়ে তাদের সংসারে স্বচ্ছলতা এসেছে। এতে তারা অত্যন্ত খুশি।

বেড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান, গত সোমবার পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন কর্মসৃজন প্রকল্পের আওতায় বেড়া উপজেলায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প কাজ সরেজমিন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, স্বস্ব ইউনিয়নের চেয়ারম্যন, মেম্বার ও উপসহকারী প্রকৌশলী শহিদুল্লাহ। জেলা প্রশাসক প্রকল্প কাজের অগ্রগতি ও গুনগতমানের প্রশংসা করেন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, উপজেলার ৯টি ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। প্রতিটি ইউনিয়নে উন্নয়নে কাজ তদারকির জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। তারা নিয়ম অনুয়ায়ী কাজ বুঝে নিচ্ছেন। এছাড়া তিনি নিজেও প্রকল্প কাজ সরেজমিন পরিদর্শন করছেন। এ কাজে অনিয়ম দূনীতির কোন সুযোগ নেই। তবে প্রকল্পে কাজে অনিয়ম দূনীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

ডেস্ক রিপোর্ট

 

Be the first to comment on "বেড়ায় চলমান কর্মসৃজন প্রকল্প কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক"

Leave a comment

Your email address will not be published.


*